আমাদের কথা খুঁজে নিন

   

ভুল মানুষের খসড়া

লিখা দিয়ে নিজেকে প্রকাশ করা এই। একজন লেখক এর সবচাইতে সাফলো বোধ করি লেখার মধ্য দিয়ে পাঠকের সামনে বিষয়ের একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারা। নিজেকে লেখক ভাবার মত দুঃসাহস মোটেই দেখাতে চাই না। শুধু চাই এই আমি ভুলে যাই বারবার অধিকারহীনতা আমার প্রেমে মমতায় আস্রয়ে বন্ধুতায় আমি তাই ভুল করেই ভুল করি আমি তাই ভুলে যাই আমার কেবল আমি-ই আছি আর কেউ নেই কোথাও নেই। ভুলে যাই - আমি ভুল বানান ভুল সময়ে ভুল মানুষ কার খোলা চোখে মেঘের চুলে শীতল ঘর্মাক্ত হাতে নাটাই আমি আনন্দ-ফানুস! ভুলে যাই তাই ভুল করে হায় নিজেকে তোমাদের উৎসবে অযতনে রাখি ভুলে যাই অবলীলায় আমার কেবল আকাশ হওয়া বাকি। (আমার বন্ধু Showhell Mahmud] র লিখা, হটাত কোনো মন খারাপের মদ্ধরাতে। যাকে সম্ভবত আমি সবচাইতে বেশী খ্যাপাই "কবিগরু" বলে। সেই অধিকারেই তোর কবিতাটি ধার চাই, আজ রাতে সঙ্গী করবো বলে।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।