১৩ বছর আগে ব্রিটেনের বিনোদন জগতের দুই শীর্ষ তারকা -ফুটবলার ডেভিড বেকহ্যাম আর স্পাইস গার্লসের সঙ্গীততারকা ভিক্টোরিয়া অ্যাডামসের বিয়ে ছিল অন্যতম আরেক রূপকথার বিয়ে৻ david and victoria beckham ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম (ফাইল চিত্র) ১৯৯৮ সালের জানুয়ারি মাসে ব্রিটেনের বিখ্যাত এই রোমান্টিক জুটির বিয়ের ঘোষণা এসেছিল এবং রূপকথার এই বিয়ে হয়েছিল ১৯৯৯ সালের চৌঠা জুলাই আর্য়াল্যান্ডের লাত্রেলস্টাউন কাসেল নামে আঠারো শতাব্দীর এক ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে৻ দুজনের মধ্যে রোমান্সের সূচনা ডেভিড বেক্যাম যখন ভিক্টোরিয়াকে প্রথম দেখেন একটি টিভি অনুষ্ঠানে৻ পরে তিনি বলেছিলেন, ‘আমি তাকে আগে সামনাসামনি দেখিনি, দরকার হয়নি৻ টেলিতে তাকে দেখার পর আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমার তাকে ভাল লেগেছিল৻ অপেক্ষা ছিল শুধু দেখা করার৻` আর ভিক্টোরিয়ার মতে ডেভিডের যে দিকগুলো তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছিল তার মধ্যে একটা হল, ডেভিড ও তিনি ছিলেন একইধরনের পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী৻ আর্য়াল্যান্ডের ওই প্রাসাদে ডেভিড আর ভিক্টোরিয়ার বিয়ের সঙ্গে জড়িত ছিল ৪০০ কর্মী৻ ২০০ আমন্ত্রিত অতিথির সমাগমে এক জাঁকজমকপূর্ণ তারকাখচিত এলাহী বিয়ের অনুষ্ঠান ছিল সেটি৻ ব্রিটিশ তারকাদের নিয়ে জনপ্রিয় সাপ্তাহিক সাময়িকী ও.কে.-র মালিক রিচার্ড ডেসমন্ড হবু দম্পতির সঙ্গে একটি নজিরবিহীন চুক্তি করেছিলেন৻ তাদের বিয়ের কাহিনী আর বিয়ের দিনের ছবি শুধু তার পত্রিকায় ছাপানোর একক স্বত্বাধিকারের বিনিময়ে তিনি তাদের দশ লক্ষ পাউন্ড দেবার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন৻ ও.কে. ম্যাগাজিন এর আগে এত অর্থ দিয়ে কোনো বিয়ের ছবি ছাপানোর স্বত্ব কেনে নি৻ বেকহ্যাম দম্পতির বিয়ের ছবি ছাপানো ও.কে. ম্যাগাজিনের কপি বিক্রি হয়েছিল ৪০ লক্ষ৻ বেকহ্যাম দম্পতির বিয়ের বিশেষ সংস্করণের বিক্রি সেবছর তাদের সব প্রতিদ্বন্দ্বী পত্রিকার বিক্রিকে ছাড়িয়ে গিয়েছিল লেখাটা..BBC BANGLA থেকে নিউজটি শেয়ার করা হয়েছে লিনক... Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।