আমাদের কথা খুঁজে নিন

   

শবে বরাত!! বিদআত নাকি সুন্নাত? (জুমা‘র খুৎবা)

আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা সম্মানিত পাঠক, আজ গিয়েছিলাম উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশ্ববরণ্য মুফাসসিরে কুরআন মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী সাহেবের বক্তব্য ধারন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু বিশেষ কারণে হুজুর আজকে আসতে পারে নি। তাঁর পরিবর্তে জুমা‘র খুৎবা প্রদান করেছেন তাঁরই জামাতা, বিশিষ্ট আলেমে দ্বীন, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, মাওলানা মুহাম্মাদ খুরশিদ আলম। বিদ’আত কাকে বলে এ বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অনেকের ধারণা যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না তা-ই বিদআত।

আবার অনেকে মনে করেন বর্তমান নিয়মতান্ত্রিক মাদ্রাসা শিক্ষা পদ্ধতি একটি বিদআত, বিমানে হজ্জে যাওয়া বিদআত, মাইকে আজান দেয়া বিদআত ইত্যাদি। এ সকল দিক বিবেচনা করে তারা বিদআতকে নিজেদের খেয়াল খুশি মত দুই ভাগ করে কোনটাকে বিদআতে হাসানাহ (ভাল বিদআত) আবার কোনটাকে বিদআতে সাইয়্যেআহ (মন্দ বিদআত) বলে চালিয়ে দেন। আসলে বিদআত সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এ বিভ্রান্তি। আজকের আলোচনায় মুহতারাম খুরশিদ আলম সাহেব আমাদের সামনে বিদআতের সংজ্ঞাসহ আমাদের সমাজে কিছু প্রচলিত বিদআত যেমন, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত, ইল্লাল্লাহ ও আ্ল্লাহুর জিকির এবং আসন্ন প্রচলিত শবে বরাত সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে সুস্পষ্ট ধারনা দিয়েছেন, যা মুসলমান মাত্রই জানা একান্ত জরুরী। আসুন আমার তার কন্ঠে এ বিষয়সমূহের উপর আলোচনা শুনি।

আলোচনা শুনার জন্য নিচে ক্লিক করুন। আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।