আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ক্লাস করুম??

ক্লাস ১ থেকে ক্লাস ১২। Primary ৩৬৫ দিনে ১ বছর। প্রতিবছরে ৮৫ দিন সরকারি ছুটি। অতএব, ৩৬৫-৮৫=২৮০ দিন। এর মাঝে শুক্রবার ৪০ টা আর অর্ধদিবস ৪০ টা।

তাহলে মোট পূর্ণ কার্যদিবস = ২৮০-৪০-৪০=২০০ দিন ১ পূর্ণ কার্যদিবস= ১০ টা-৪ টা ক্লাস মাঝে ১ ঘণ্টা ব্রেক= ৫ ঘণ্টা। ১ অর্ধদিবস=১০ টা-১ টা= ৩ ঘণ্টা। তাহলে ১ বছরে মোট ক্লাস করি, ৫*২০০=১০০০+৪০*৩=১১২০ ঘণ্টা। অতএব ৫ বছরে মোত=১১২০*৫=৫৬০০ ঘণ্টা। Secondary Primary ‘র মতই ৫ বছর।

তার মানে ৫৬০০ ঘণ্টা। College সব college ক্লাস ঠিকমত হয়না। কিন্তু আমরা যদি ভাল college গুলোকে আদর্শমান ধরে হিসেব করি তবে, ২ বছর। প্রতিবছরে ৮৫ দিন সরকারি ছুটি,৪০টি শুক্রবার,৪০টি বৃহস্পতিবার। তাহলে, ২০০*৫=১০০০+৪০*৩=১১২০ ঘণ্টা।

অতএব, ২ বছরে ১১২০*২=২২৪০ ঘণ্টা। তাহলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী = ১২ বছর। এই বছরে মোট ঘণ্টা=১২*৩৬৫*২৪=১০৫১২০ ঘণ্টা। এর মধ্যে প্রতিদিন ঘুমিয়েছি+খাইছি+বাথরুম করছি(স্নান+ত্যাগ)=৮ঘঃ+১ঘঃ ৩০ মিঃ+৩০ মিঃ=১০ ঘণ্টা। অবসর সময় থাকে=২৪-১০=১৪ ঘণ্টা।

তাহলে ১২ বছরে মোট, ১২*৩৬৫*১৪=৬১৩২০ ঘণ্টা। এর ভেতরে স্কুল, কলেজে কাটিয়েছি ৫৬০০*২+২২৪০=১৩৪৪০ ঘণ্টা। আবার এর মধ্যে প্রাইভেট পড়েছি ক্লাস ওয়ান থেকে ফোর ২ ঘণ্টা+ নিজে পড়েছি গড়পত্তায় ৩ ঘন্তা=৫ ঘণ্টা। অতএব, ৪*৩৬৫*৫=৭৩০০ ঘণ্টা। ক্লাস ফাইভে বৃত্তি থাকে তাই একটু চাপ বারে so, ৩+৪=৭ ঘণ্টা।

অতএব,১*৩৬৫*৭=২৫৫৫ ঘণ্টা। ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেন। প্রাইভেট+পরাশনা=২+৪=৬ ঘণ্টা। অতএব,২*৩৬৫*৬=৪৩৮০ ঘণ্টা। ক্লাস এইটে বৃত্তি থাকে তাই, ২+৫=৭ ঘণ্টা।

অতএব, ১*৩৬৫*৭=২৫৫৫ ঘণ্টা। ক্লাস নাইন টু টেন S.S.C তাই পড়াশোনা বেশী ফলে, ৩+৫=৮ ঘণ্টা। অতএব, ২*৩৬৫*৮=৫৮৪০ ঘণ্টা। ক্লাস ইলাভেন টু টুয়েলভ+ H.S.C। পড়তে পড়তে জান খালাস।

৪+৫=৯ ঘণ্টা। অতএব,২*৩৬৫*৯=৬৫৭০ ঘণ্টা। তার মানে পড়াশোনায় সময় অতিবাহিত হয়েছে,২৯২০০+১৩৪৪০=৪২৬৪০ ঘণ্টা। অতএব আমাদের নিজের জন্য সময় থাকে,৬১৩২০-৪২৬৪০=১৮৬৮০ ঘণ্টা। শতকরায় হিসেব করলে ১৭.৭৫%! এই ১২ বছরে।

বছরের হিসেবে ১২ বছরে থাকে ০.১৮৫ বছর মাত্র!! দিনের হিসেবে ৪৩৮০ দিনে ৬৭.৫২৫ পূর্ণ দিন!!! আর কত পড়াশোনা?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।