আমাদের কথা খুঁজে নিন

   

খুব কষ্ট লাগে ভোরে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ খুব কষ্ট লাগে ভোরে অন্তরে পাঁজরে যদি দেখি সব যাচ্ছে চলে নষ্টের গহ্বরে! মনুষ্য সমাজে কীট খুলছে হিংসার গিঁট দেয়ালে ঠেলছে পিঠ দরিদ্র দশেরে। খুব ব্যর্থ লাগে মনে মননে স্বপনে যদি বুদ্ধিজীবি বেশ্যা হয় কথনে শ্রবণে! যদি দেখি তার বর্ম যত হিংসা-দ্বেষ-ধর্ম সমাজের সারে কর্ম শোষিত জনেরে। খুব দুঃখ লাগে প্রাণে একাকী গোপনে যদি দেখি কারো অবহেলা দুচোখের কোণে! প্রথম প্রেমের ফুল ছিঁড়ে গেছে বৃন্তমুল পেয়েছে সুখের কূল মালা দিয়ে অন্যেরে। খুব কান্না আসে চোখে আঁধারে নিরলে যদি বিশ্বাসের প্রেম ভাসে সন্দেহের জলে! সে আমার প্রিয়তমা বার বার করে ক্ষমা রেখেছি অন্তরে জমা তার বিরহেরে। ১৪.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।