আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান ছুড়ে ফেলার মতো বক্তব্য অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রী

Service প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য দিয়েছেন, জাতি তা প্রত্যাশা করে না। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করে সঙ্গিনের খোঁচায় সংবিধান ক্ষতবিক্ষত করেছিলেন। তাই খালেদা জিয়া সংবিধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দেবেন সেটাই স্বাভাবিক। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) নবনির্বাচিত কর্মকর্তারা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার বিএনপির গণ-অনশনে খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজ এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এদের রক্ষা করার জন্যই বিএনপি-জামায়াত জোট অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না। এ দেশে যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ও গ্রেনেড হামলাকারীদের বিচার হবেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না করে তাদের বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা ও আরেক খুনি হুদাকে সাংসদ করেছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।