আমাদের কথা খুঁজে নিন

   

কি এমন ভুল বল করেছি আমি

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কি এমন ভুল বল করেছি আমি তোমার বিচারে যার কোন ক্ষমা নেই। তুমি যদি চাও দেব যে মাশুল মরনকে মেনে নেব তোমারই সুখেই। তোমাকে ব্যথা দিয়ে কেঁদেছি অনেক আমি করেছি কত অনুশুচনা তবুও অভিমান ভাঙ্গেনি তোমার নিরব আমায় কর ঘৃনা। আমার জীবনে শূচনা তুমি শেষ আমি চাই তোমাতেই।। কি এমন ভুল বল করেছি আমি তোমার বিচারে যার কোন ক্ষমা নেই। বিরহ কারে বলে জেনেছি তিলতিলে কত যে আপন তুমি বুঝেছি আমিতো অপরাধ নিয়েছি মেনেই তোমারী কাছেই শুধু হেরেছি জীবনে মরনে শুধু যে তুমি শেষ বলে আর কিছু নেই। কি এমন ভুল বল করেছি আমি তোমার বিচারে যার কোন ক্ষমা নেই। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।