এই পণ্যগুলো বিশ্বে এখন ভারতীয় পণ্য হিসেবে পরিচিতি পাবে। তারা স্বত্ব করে নিলেও আমরা জানি এগুলা আমাদের পণ্য, আমাদের ঐতিহ্যের অংশ। এখন তারা ইলিশের স্বত্ব নেবার চেষ্টা করতেছে। যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম কাজ হচ্ছে আমাদের দেশিয় পণ্যগুলো চিহ্নিত করা এবং তা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ‘Geographical indication (GL)’ আইনের অধীনে নিবন্ধন করা।
এ সকল পণ্যের মধ্যে রয়েছে ঢাকার ‘জামদানি শাড়ি’, ফরিদপুরের ‘নকশীকাঁথা’,চাঁদপুরের ‘ইলিশ’, রাজশাহীর ‘ফজলি আম’, বগুড়ার ‘দধি’, সুন্দরবনের ‘মধু’ সহ আরও অনেক পণ্য। মনে রাখবেন, এই ঐতিহ্য আমাদের এবং এটির রক্ষা করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য, সো আমাদের ঐতিহ্যকে আমাদেরই বাঁচাতে হবে।
শারমিন রাবেয়া আরও বলেন, রূপকথা জামদানি থেকে ঘরে বসে পণ্য সংগ্রহ করতে চাইলে রূপকথা জামদানি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে পন্য পছন্দ করুন এবং ঘরে বসেই আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করুন, অথবা চাইলে আমাদের ফেইসবুক ফ্যান পেইজে ও মোবাইলে অর্ডার করতে পারেন, আপনার কাংখিত স্থানে পণ্য পোঁছে যাবে।
রূপকথা জামদানি ওয়েবসাইটঃ http://rupkothajamdani.com/
রূপকথা জামদানি ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Rupkotha.Jamdani
রূপকথা জামদানি কাস্টমার কেয়ারঃ ০১৯১১ ১২৩ ১৩৪
রূপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।