আমাদের কথা খুঁজে নিন

   

বোরকা পরেও যৌন হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছে না ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রী

বাহুবলে বোরকায় শরীর আর নেকাবে মুখ ডেকেও বখাটেদের যৌন হয়রানি থেকে রক্ষা পাচ্ছে না ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রী। তাকে রক্ষা করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয়েছে ছাত্রীটির বড় ভাই আবু বকর সিদ্দিকী (১৫)। তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল বাহুবল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।

জানা যায়, আবদুল্লাহপুর প্রকাশ ভুগলী গ্রামের এক ব্যাংকারের পুত্র আবুবকর (১৫) ও কন্যা (১৩) মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে ৯ম এবং ৭ম শ্রেণীতে পড়ে। ওই ছাত্রীটি স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই একই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র আল-আমীন (১৪) ও উজ্জ্বল মিয়া (১৪) তাকে যৌন হয়রানি করে। অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী এ বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে আল-আমীন ও উজ্জ্বল মিয়ার মুরুব্বি এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু তাতে কোন প্রতিকার মেলেনি।

বাধ্য হয়ে পরিবারের লোকজনের পরামর্শে ওই ছাত্রীটি নিজেকে বখাটেদের দৃষ্টির আড়াল করতে বোরকায় শরীর আর নেকাবে মুখ ডেকে স্কুলে আসা-যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও বখাটেদের চোখে ফাঁকি দিতে পারেনি ছাত্রীটি। অবস্থা বেগতিক দেখে বড় ভাই আবু বকরের সঙ্গে স্কুলে আসা-যাওয়া শুরু করে ছাত্রীটি। এ অবস্থায়ও বখাটে আল-আমীন ও উজ্জ্বল মিয়া পিছু ছাড়েনি তার। গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে আবু বকর ও তার বোন একসঙ্গে স্কুল ছুটির পর বাড়ির পথে রওনা হয়।

পথিমধ্যে মিরপুর-মহাশয়ের বাজার রাস্তার আবদুল্লাহপুর মসজিদের কাছে পৌঁছলে বখাটে আল-আমীন ও উজ্জ্বল মিয়া বড় ভাইয়ের সামনে বোনের হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। আবু বকর তার বোনকে রক্ষা করতে বখাটেদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে আল-আমীন ও উজ্জ্বল মিয়া আবু বকরকে ধানের জমিতে ফেলে মারপিট করে। পরে আহতাবস্থায় আবু বকরকে উদ্ধার করে লোকজন বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। সমাজের এসব অপ্রীতিকর ঘটনা কি শেষ হবেনা? ১৪-১৫ বছরের ছেলেরা যদি এই বয়সে মেয়েদের উত্তক্ত করে তাহলে এরা বড় হলে কি যে করবে একটু ভাবুন।

প্রতিহত এখনেই করতে হবে তা না হলে মেয়েদের ঘর দেখে বাইরে বের হতে দিতে পারবেন না। সরকার কিছুই করতে পারবেনা যা করার নিজেদেরকেই করতে হবে। আইন শুধু আইনের মধ্যেই সিমাবদ্ধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।