আমাদের কথা খুঁজে নিন

   

< Old But Again for New User > < 1 GB > ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার সাশ্রয় করবেন যেভাবে

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি । নতুন ইন্টারনেট ব্যবহার কারিদের জন্য ইন্টারনেট ব্যবহার সাশ্রয় করার উপায় যারা মজিলা ফায়ার ফক্স ব্যবহার করেন তাদের জন্য এবং যারা সীমিত পরিমানের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন তাদের জন্য মজিলা ফায়ারফক্স এর মেনুবার থেকে এই কাজ গুলো করতে হবে Tools > Options.. > Content > Load images automatically তে থাকা টিক মার্ক তুলে দিন এবার ok করে বেরিয়ে আসুন । এবার ইন্টারনেট ব্যবহার করে দেখুন আগের চেয়ে অনেক কম পরিমান ডাটা ব্যবহার হবে ব্রাউজিং এর জন্য । কিন্তু এই পদ্ধতিতে আপনি ব্রাউজারে কোন ছবি দেখতে পাবেন না । ছবি দেখতে হলে পুনরায় Tools > Options.. > Content > Load images automatically তে থাকা বক্সে টিক মার্ক দিন এবার ok করে বেরিয়ে আসুন । এবার ইন্টারনেট ব্যবহার করে ব্রাউজারে আপনার সকল ছবি দেখতে পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।