আমাদের কথা খুঁজে নিন

   

বেশ করেছি বেশ করেছি। গানের পিন্ডি চটকিয়েছি...

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, গার্ল ফ্রেন্ডের ঝাড়ির সাথে- বেড রুমে থাকা বউ এর আঁচলে বন্দি। আহা হা হা আহা আহা হা হা ঘরে বসে সারাদিন নেটে, ফেসবুক চ্যাটে। । মাইয়া পটানোর, কি দারুন নয়া ফন্দি।

আহা হা হা আহা আহা হা হা। ভেবে দেখেছো কি? মেয়ে গুলো আজ কত শত হাত ঘুরে। । আরো ঘুরে। তোমার দিকেই আসে ক্রমে সরে সরে।

সারি সারি মুখ আসে আর যায়, নেশাতুর চোখ নেশায় জড়ায়। ডেটিং এর আগে একা ফ্লাটে থাকা বন্ধুর সাথে সন্ধি। আহা হা হা আহা আহা হা হা ভালোবাসা বাসি এক সাথে থাকা, ভালোবাসা নয় আসলে যে ধোকা। তোমায় পাওয়ার ক্ষনিকের নয়া ফন্দি। আ হা হা আহা আহা হা হা।

। নিরালায় বসে ডেটিং মারার, জায়গাতো নেই তোমার আমার। লিটনের ফ্লাট সেতো বহুদূর টঙ্গি। আহা হা হা আহা আহা হা হা। তারচেয়ে এসো মাইনকা চিপায়।

হুড তুলে দিয়ে নির্জন রাস্তায়। । তুমি না এলে নিয়ে যাবো অন্য সঙ্গি। আহা হা হা আহা আহা হা হা। মুল গান ডাউনলোডাইতে গুতা দেন উৎসর্গ-নীরব 009 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।