আমাদের কথা খুঁজে নিন

   

"কে হতে চাও কোটিপতি"" তার সিলেবাস

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... প্রথমে রবি (সাবেক একটেল) এর গ্রাহন হোন। তার পর হ্যাক করার অভিপ্রায় নিয়ে ঝাপিয়ে পড়ুন । কোন হগা কোটি পতি হেকার। নিচে সম্ভাব্য কিছু প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর দেয়ার চেষ্টা করা হলো। প্রশ্ন ১।

ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠা কে ?(ক) খালেদা জিয়া (খ) এরশাদ (গ) শেখ হাসিনা (ঘ) মোস্তফা জব্বার প্রশ্ন ২। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি ? (ক) হিজল তমাল (খ) শাল (গ) আম গাছ (ঘ) কাঠাল গাছ। প্রশ্ন ৩। তিলত্তমা ঢাকা নগরী গড়ার স্বপ্ন কে দেখেছিলেন। (ক) শেখ হাসিনা (খ) খালেদা জিয়া (গ) এরশাদ (ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ৪। আসাদুজ্জামান নুর কে ? (ক) একজন অভিনেতা (খ) একজন সাংসদ (গ) একজন নারী পাচার কারী (ঘ) একজন মাগিবাজ। প্রশ্ন ৫। বাংলাদেশে বিভাগ কয়টি ? (ক) ৪টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৮টি প্রশ্ন ৬। সাবেক বৃহত্তর জেলা কয়টি ? (ক) ১৭টি (খ) ১৮টি (গ) ১৯টি (ঘ) ২০ টি প্রশ্ন ৭।

সুন্দরবন কোন বিভাগে অবস্থিত ? (ক) ঢাকা (খ) খুলনা (গ) বরিশাল (ঘ) রাজশাহী প্রশ্ন ৮। সোনারী আশ কাকে বলা হয় ? (ক) চা (খ) ধান (গ) পাট (ঘ) আখ প্রশ্ন ৯। কোন বনে গা কোটি পতি কোন চ্যানেলে প্রচারিত হয়ে ছিল?(ক) এ টি এন বাংলা (খ) ষ্টর প্লাস (গ) দেশ টিভি (ঘ) সনি টিভি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।