সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সংগীতজগতে জনপ্রিয় নাম। এবার ঈদুল ফিতরের এক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন এ দুই কণ্ঠশিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম।
বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘সোনালি প্রান্তরে’। আড্ডা ও গানের সমন্বয়ে নির্মিত অনুষ্ঠানটির ধারণকাজ সম্প্রতি শেষ হয়েছে।
অনুষ্ঠানটি সম্পর্কে সাবিনা ইয়াসমীন জানান, ‘সৈয়দ আব্দুল হাদী ভাইয়ের সঙ্গে গেয়েছি। বেশ ভালো লেগেছে। ’
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন ও আমি একসঙ্গে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। দর্শক অনেক কিছু জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ’
অপি করিম বলেন, ‘দুজন জীবন্ত কিংবদন্তির অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে ভালো লেগেছে।
আশা করি, দর্শকেরও ভালো লাগবে। ’
সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী অনুষ্ঠানে কথা বলেছেন একসঙ্গে সিনেমায় গান গাওয়ার নানা অভিজ্ঞতা নিয়ে। অনুষ্ঠানে তাঁরা ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যত্ পরিকল্পনার কথাও বলেছেন।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘সোনালি প্রান্তরে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।