আমাদের কথা খুঁজে নিন

   

এসো দুই বিবির গল্প শুনি ।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন একদেশে ছিল মহাপরাক্রমশালী দুই বিবি । তারা দুইজন ছিল বিশাল বড় বড় দুইটি গ্রুপের প্রধান । তাদের দুজনেরই ছিল ইয়া বড় বড় বাহিনী ।

ওই বাহিনীর দায়িত্ব ছিল ওই দুই বিবিকে যতরকম কূকর্ম আছে তাতে সাহায্য করা । তারা যে দেশে বাস করত সেইদেশে প্রতি পাঁচ বছর পর পর রাণীর পরিবর্তন হত । তারা দুজনেই ঘুরেফিরে প্রতি পাঁচ বছর পর পর দেশের ক্ষমতায় আসত । দেশের প্রজারা প্রতি পাঁচ বছর পর ভোট নামের এক বিরাট প্রহসনের মঞ্ঝ বানিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসত । আপনারা মনে করতে পারেন,প্রজারা তাদের ভালবেসে ক্ষমতায় নিয়ে আসত ।

ভুল করলেন !তারা দুই গ্রুপের প্রধান হয়েছিল তাদের অতিগুণধর জাতির পিতা (?!) বাবা ও জাতীয় ত্রাতা (?!) স্বামীর অবর্তমানে । তাদের দুইজনেরই আবার অতিগুণধর কিছু সন্তান ছিল । এক বিবির সন্তানেরা দেশে থেকেই ছেড়া গেন্জি আর ভাঙ্গা সুটকেস থেকে টাকার বস্তা বড় বড় জাহাজ বের করত । আর অন্য বিবির একমাত্র সন্তান ছিল তার জাতির পিতা মাতামহের মত দেশপ্রেমিক (?!) । যে এই অভাগা দেশে বাস না করে জমিনের ইশ্বরের দেশে বসবাস করত ।

সে কোন অভাগার মেয়েকে বিয়ে না করে ঐ ঈশ্বরের দেশের এক মেয়েকে বিয়ে করে মুসলমান বানিয়ে দুজাহানের অশেষ কামিয়াবি হাসেল করেছিল । সে বিদেশের মাটিতে বসেই দেশের ত্রাতা হওয়ার স্বপ্ন দেখত আর ঈশ্বরের দেশীয় বন্ধুদের নিয়ে পরিকল্পনা বানাত । এই দুই বিবিই মাঝেই মসনদে থাকার মানসিকতা ব্যতীত অন্যকোন ব্যাপারে মিল ছিল না । মসনদে থাকার জন্য তারা রক্তগঙ্গা বইয়ে দিতেও পিছপা হত না । একসময় ঐ দেশের মানুষ তাদের জ্বালায় অতিষ্ট হয়ে তাদেরকে আস্তাকূড়ে নিক্ষেপ করল ।

তারা এই দুই বিবির রাহুগ্রাস থেকে মুক্তি পেল । (আশা করি আমার প্রিয় দেশ বাংলাদেশেও এই ঘটনাই ঘটবে,আমরা এর অপেক্ষায় রইলাম)। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।