যদি তোর ডাক শোনে কেও না আসে তবে একলা চলোরে আগামি শুক্রুবার DU-EMBA তে ভর্তি পরীক্ষা। মাত্র এক সপ্তাহ আগে চাকরিতে রিজাইন দিলাম, MBA -এর জন্য প্রেপ নিবো বলে কিন্তু এখন কোনটা রেখে কোনটা পরবো বুজতে পারছিনা। আমি প্রাইভেট থেকে BBA শেষ করেছি। চাকরির অভিজ্ঞতা 0। তাই ৯০ এ পরীক্ষা দিয়ে টিকার লরাই করাটা বেশ কঠিনই হবে মনে হচ্ছে।
S@ifur’s EMBA test paper, Cliff’s Tofel, GMAT, Mentor’s test paper এগুলোই দেখছি আরকি। কিন্তু পুরোপুরি কোনোটাই শেষ করতে পারি নাই। Math আর English এর জন্য কি কি পরলে এখন ভালো হবে বলে হয়, জানাবেন।
আমি জানি অনেক বড় ভাইরা আছেন এখানে যারা আমার মতো পরীক্ষা দিচ্ছেন, বা অধ্যায়নরত আছেন। সবার কাছ থেকেই পরামর্শ আশা করি।
এখন আমার কোনটা পড়ার ওপর বেশি জোর দেয়া উচিত বলে মনে করেন?
-ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।