আমাদের কথা খুঁজে নিন

   

ফেক অফার মেসেজ

একজন সাধারণ মানুষ যা ভাবে তাই লিখবো,কারণ আমি একজন সাধারণ মানুষ ই। আমি রাস্তায় পুলিশের গাড়িবহর নিয়ে চলা নেতা নই, আমি ওই সময় দীর্ঘ জ্যামে আটকে থাকা মানুষদের একজন। মোবাইল ফোনে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে মেসেজ আসাটা নতুন কিছু নয়। অপরিচিত নাম্বার তথা customer care এর নাম্বার না হলেই আমরা ঠগবাজি টা বুঝতে পারি। কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে নতুন টেকনিক।

যেমন সেদিন আমার একটি নাম্বার এ মেসেজ আসলো,"The owner of this number have to call us immedietly to get 5000$... "। নাম্বার টি ছিলো- ০০২৩২২২২৯১০৯৫। আমি কোন সাড়া দেইনি। পরের দিন আবার একই মেসেজ আসলো,কিন্তু এবার নাম্বার এর জায়গায় লেখা "BngldshBank". একটু আগ্রহ বোধ করলাম। কিন্তু কল দাওয়ার পর কেউ রিসিভ করলোনা অথচ ফোন এর সব ব্যলেন্স এ 'হাপিশ!'।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো- ১. এই মেসেজ শুধু আমি নই,অনেকেই পেয়েছে। তবে শুধু একটি অপারেটর এ। ২. ফোন নাম্বার এর স্থলে "BngldshBank" লেখা থাকায় অনেকেই এই ফাঁদে পড়ছে। ৩. কারও ব্যলেন্স খরচ হলে লাভ কিন্তু সিম অপারেটরের ই। তাহলে এটা কি মোবাইল সিম কোম্পানির ই কোন চাল?? (প্রমাণ স্বরুপ PC suite সফটওয়্যার থেকে নেয়া Screenshot এ ব্যপার টি তুলে ধরলাম) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।