আমাদের কথা খুঁজে নিন

   

হা হা হা- ব্যাফক বিনুদন পাইলাম, আপ্নেরাও দেখেন পরিচালকের কান্ড!!!

বুঝেশুনে হ্যাঁ বলুন। বাঙালী তার রাজনৈতিক চামচামি ছাড়তে পারবে কোনদিন এইটা এখন আর কেন জানি বিশ্বাস হয় না। মাঠে ময়দানের গরম গরম গালাগালির আর একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির স্থুল চর্চার পাশাপাশি এখন শিল্প-সংস্কৃতিতেও আওয়ামী-বিএনপি সূক্ষ্ম পোন্দানি শুরু হইছে দেখা যাচ্ছে। পাঠক, ইরান বাংলা রেডিও ওয়েবসাইটের এই খবরে দেখেন কি অবস্থা এদের- " খলনায়কের গায়ে 'মুজিব কোর্ট' ব্যবহারের কারণে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত 'হৃদয় ভাঙা ঢেউ' ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এস. কুমার সরকার ফরাসি বার্তা সংস্থা-এএফপিকে জানিয়েছেন, নীতিমালা লংঘন করায় 'হৃদয় ভাঙ্গা টেউ' চলচ্চিত্রটির ছাড়পত্র দেয়া হয়নি।

এ ছবির বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দর্শনের বিরোধী বলে তিনি দাবি করেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান সাধারণত হাতকাটা কালো এক ধরনের কোট পড়তেন একে 'মুজিব কোট' বলা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপকভাবে এ কোট ব্যবহার করেন। এদিকে 'হৃদয় ভাঙ্গা টেউ'-এর নায়কের গায়ে সাফারি কোট ছিল বলে দাবি করেছেন চিত্র নির্মাতা এবং সেন্সর বোর্ডের অন্যতম সদস্য আখন্দ সানাওয়ার মোর্শেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ ধরনের সাফারি কোট পরতেন।

'হৃদয় ভাঙ্গা টেউ'-এর পরিচালক, একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার এএফপি'কে বলেছেন, তিনি বিএনপির একজন সদস্য তবে এ ছবিতে কাউকে ব্যঙ্গ করা হয়নি। 'হৃদয় ভাঙ্গা টেউ'-এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান। ব্যাংকক এবং কক্সবাজারের নানা লোকেশনে 'হৃদয় ভাঙ্গা টেউ'-এর শুটিং করা হয়েছে। জমজমাট একটি গল্পের সঙ্গে লোকেশন, গান, অ্যাকশন, সবকিছুই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে বলে এর আগে দাবি করা হয়েছিলো। " পরিচালকের লগে সেন্সর বোর্ডের এই ইঁদুর-বেড়াল খেলা দেইখা হাসি থামাইয়া রাখতে পার্লাম না।

তবে এই ঘটনার পরে সেন্সরওলাদের প্রতি একটু সন্মান জাইগা উঠলো, বুঝা গেছে ছবিগুলান তারা আসলেই দেখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।