আমাদের কথা খুঁজে নিন

   

।। চেনা রূপসীর ঘ্রাণ ।।

বাঙলা কবিতা চেনা রূপসীর ঘ্রাণ -------------- আকাশে অচেনা মেঘ, বাগানে পরীর দল ঝগড়া করে বিপ্লবের আসন্নতা নিয়ে; পুকুরে উদ্যাম ঢেউ, থরথর কাঁপে বোবা জল, যেন আজ খলসে মাছের হবে বিয়ে! কেমন অস্থির লাগে! গন্ধ পাই চেনা রূপসীর; যুদ্ধে-বিপ্লবে নেই, করেছি কবেই মনঃস্থির! ইতিহাস পড়ি আজও বিরহকাতর ভীরু-কবি, সেখানে মুদ্রিত থাকা অশোভন এই ক্ষুদ্র নাম; মানবতা-শান্তি-সংঘ, অমরত্ব, ঘনঘন ছবি মুদ্রণে সফল যারা, এসো বলি তাদের প্রণাম। আমি লিখি ব্যক্তিগত যন্ত্রণা ও নিজস্ব প্রবলেম, রাত্রির খেরোখাতা, রাজনীতিহীন দীর্ঘশ্বাস; কারও প্রতিদ্বন্দ্বী নই, নেই কোনও উচ্চাভিলাষ__ খ্যাতি-অমরত্ব সবই মহত্তম কবিকে দিলেম! বাগানে অচেনা ফুল, আকাশে পরীর দল নাচে; চেনা রূপসীর ঘ্রাণ হৃদয়ের আনাচে-কানাচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।