"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" আজকে এক সংবাদপত্রে দেখলাম,ভারত টিপাইমুখ প্রকল্পে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে!আমাদের বিশিস্ট সংসদীয় বিশেষজ্ঞ দল নাকি সেখানে পরিদর্শন করতে গিয়ে কোনো আলামত দেখতে পাননি! আর তারা যখন সেখানে হেলিকপ্টারে গিয়েছিল তখন নাকি দুর্যোগপুর্নো আবহাওয়াতে হেলিকপ্টারে বসেই বুঝেছিল যে কোনো প্রকল্প হচ্ছেনা! এখন প্রশ্ন হচ্ছে , তারা উপর থেকে কিভাবে বুঝেছিলো যে টিপাইমুখ প্রকল্প হচ্ছেনা এবং তাদের সেখানে নিয়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে,কাজেই সেনাবাহিনী যে তাদের টিপাইমুখেই নিয়ে গিয়েছিল-চিপাইমুখ বা নিমাইমুখে নিয়ে যায়নি তা আমরা নিশ্চিত করেই বলতে পারি।কারণ এই ভারতীয় সেনাবাহিনীই আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে। কাজেই তারা এদেশের কোনো ক্ষতি কিছুতেই করতেই পারেনা! অবশ্য স্বাধীনতার চেতনাহীন দূর্মুখেরা বলেন, সেখানে বিশেষজ্ঞ বা বুয়েটের টিচার কাউকে পাঠানো হয়নি কেবলমাত্র ভারতের স্বার্থরক্ষা করতেই। বি।দ্র। ঃ পোস্টের শিরোনাম খেয়াল করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।