আমাদের কথা খুঁজে নিন

   

দেশ জুড়ে এক্ষুণি গোয়েন্দা অভিযান চালানো অতি জরুরী হয়ে দাঁড়িয়েছে।

ভোলায় বেশ কয়েকজন কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল দৃশ্য ভি ডি ও তে ধারণ করে সিডি করা ও মুঠোফোনে পাঠানোর ঘটনা ঘটছে বলে ১১ জুলাই, ২০১১ইং-এর দৈনিক প্রথম আলো এক সংবাদ পরিবেশন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে ১৮ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের শতাধিক মুঠোফোন জব্দ করেছেন। ভোলার সাতটি উপজেলায় তথাকথিত প্রেমিক সেজে তাদের প্রেমিকাকে যৌন হয়রানি করছে। একপর্যায়ে তারা বিভিন্ন অশ্লীল চিত্র মুঠোফোনে ও ভি ডি ও ক্যামেরায় ধারণ করে বাজারে ছাড়ছে। ওই ভি ডি ও চিত্র ভোলার দুই শতাধিক কম্পিউটার ব্যবসায়ী উচ্চ দরে বিক্রী করছে।

সম্প্রতি ভোলা শহরের একটি স্কুলের ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অশ্লীল দৃশ্য গোপনে ক্যামেরাবন্দী করে সিডি বানিয়ে বাজারে ছেড়েছে এক বখাটে চক্র। সমস্যাটি মহামারী আকার ধারণ করছে। মুঠোফোনের মাধ্যমে তরুণ-তরুণীরা এ ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত । তাদের বাবা-মা সন্তানদের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং গোয়েন্দা পুলিশকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়ে ১৮ বছরের কম বয়সের সকল তরুণ-তরুণীদের মোবাইল জব্দ করার আশু ব্যবস্থা নিতে হবে।

অন্ততঃ ইন্টারমিডিয়েট লেভেল অতিক্রম না করা পর্যন্ত কোন বাবা-মারই তাদের ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে দেয়া উচিত নয় এবং এ ব্যাপারে অভিভাবকরেও শাস্তির ব্যবস্থা করা উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।