কোন্ দূর কুহকের কূল লক্ষ্য করি ছুটিতেছে নাবিকের হৃদয়-মাস্তুল কে বা তাহা জানে! অচিন আকাশ তারে কোন্ কথা কয় কানে কানে এইখানে যতদিন বেঁচেথাকি, এই পৃথিবীতে - কখোনো আকাশে ভালবাসা হৃদয়ে, ভালবাসিনা বলিনি - ভোর যখন গোপন ছিল পৃথিবীতে, তখন দেখেছি - ভালবাসা তোমার,মৃত্যুর আগে - শ্রাবণ রাতে সুনীল পথে সন্ধার চারিদিকে, তখন আমি পৃথিবীর ভেতর প্রেম পাই। তবু একদিন পৃথিবীতে নেমে যাই আমি আমার দেহখানি হাওয়ার পরশে এক খন্ড ভিজে মেঘ হয়ে আসে। যদি আজ বলি - এই রাত আর আসবেনা হে - খুঁজে পাবেনা আর বাতাসের হৃদয়ে ভালবাসা, আকাশে স্বপ্ন শহর কিংবা মুহূর্তে প্রেম। তবু সন্ধা হয় চারিদিকে - বিন্দু বিন্দু মেঘে, কুয়াশা ভালবাসায়। এই পৃথিবীতে আজকের রাত, এইখানে বহুদূরে, বেদনা নয়,সময় - মৃত্যু হয় যদি হৃদয়ে সময়ের কাছে এই শহরমানুষ নয়,ভালবাসার মৃত্যু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।