আমাদের কথা খুঁজে নিন

   

জন আব্রাহাম ও জেনেলিয়া ডি সুজার ছবির বিয়েই হয়ে গেল আসল বিয়ে!

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন জন আব্রাহাম ও জেনেলিয়া ডি সুজার বিয়ে! জন ও জেলেনিয়া টের না পেলেও পণ্ডিত ভগবত গুরুজি দাবি করেছেন তারা দুজন এখন স্বামী-স্ত্রী। ফোর্স ছবির বিয়ের দৃশ্যের শুটিং করছিলেন জন আব্রাহাম ও জেনেলিয়া ডি সুজা। দৃশ্যটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার জন্য আয়োজনের কমতি ছিল না। দুজনের বিয়ে পড়ানোর জন্য হাজির করা হয় পণ্ডিত ভগবত গুরুজিকে। চলচ্চিত্রের কথা না ভেবেই গুরুজি ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে পড়ান।

দৃশ্যটির শুটিং শেষে গুরুজি উপস্থিত সবাইকে বলেন বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এমনকি গুরুজি দাবি করেন, এখন থেকে জন-জেনেলিয়া স্বামী-স্ত্রী। কারণ ধর্মীয় রীতি অনুয়ায়ী দুজনকে বিয়ে পড়ানো হয়েছে। বিষয়টিতে তাঁরা দুজন বেশ অবাক হন। এমনকি ফোর্স ছবির এ বিয়ের দৃশ্যটি তাঁদের দুজনকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে।

আরও খবর জানতে ক্লিক করুন>>>>>  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।