আর স্বপ্ন দেখতাম ছোট্ট দুই কামরা সংসারের যেখানে দিনভর হুটোপুটি খাবে আলো, ভালবাসা গড়িয়ে চলবে প্রান্ত থেকে প্রান্তে। কিন্তু আমাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সন্তানের । হামাগুড়ি দেয়া একটি যৌথ আস্তিত্ব বিচরণ করবে এঘর থেকে ওঘর, আমাদের সকল মনোযোগ হরণ করে। চুষবে চম্পক ক’টা আঙ্গুল কেন্দ্রীভূত আলোর নীচে বসে মিষ্টি বেদানা ঠোটে, গড়াবে লালা যেনবা মধু। তবে হায়, কাননের ফুল কাননে লুটায় ঘন ধূসর মেঘে আকাশ ছেয়ে যায় তোমাকেই পেলাম না পাশে আর ঘুমন্ত শিশু ঘুমিয়েই আছে বাবার অন্তরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।