আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে আয়ের দেশী ওয়েবসাইট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ইচ্ছেটা অনেক বড় কিন্তু প্রচেষ্টাটা খুবই ছোট। অনেকদিন থেকেই মাথায় ঘুরঘুর করছিলো ইন্টারনেট থেকে আয়ের জন্য দেশীয় কিছু করা যায় কিনা, যেখানে একেবারেই নবীনরা যেন সহজেই কাজ কাজ পায় এবং টাকা উত্তোলনের জন্য সহজ কোনো পদ্ধতি ব্যবহার করেই টাকা তুলতে পারে। একই সাথে যারা কাজ দিবেন তারাও যেন সম্ভাব্য সকল মাধ্যমে নিজ একাউন্টে টাকা জমা করে সহজেই ওয়ার্কারদের টাকা দিতে পারেন। সর্বপরি সাইটটি বাংলাভাষায় হলে প্রত্যেকের জন্যই সুবিধা হয়। এসকল বিষয় মাথায় রেখেই চালু করা হলো দেশীওয়ার্কারডটকম(http://www.deshiworker.com)।

বর্তমানে সাইটটি বেটা ভার্সনে রয়েছে। ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে সাইটটি আরো গ্রহনযোগ্য করে তোলার জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকলো। সাইটটির সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হলো। নাম: দেশী ওয়ার্কার ডট কম লিংক: http://www.deshiworker.com ভার্সন: বেটা ভাষা: বাংলা-ইংরেজী নিবন্ধন ফী: ফ্রী ব্যবহৃত মুদ্রা: টাকা অর্থ জমাদানের মাধ্যম: পেপ্যাল, এলার্টপে, ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড। (আগামীতে আরো মাধ্যম সংযুক্ত করার ইচ্ছে রয়েছে)।

অর্থ উত্তোলনের মাধ্যম: ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড। সর্ব নিম্ন অর্থ উত্তোলনের পরিমান: ১০০ টাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।