এই পোষ্ট কোন ব্যক্তি বিশেষকে উদেশ্য করে বা মনে কষ্ঠ দিবার জন্য না। যদি কেহ মনে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
সন্ধ্যা ৭ টা ১৫, আমি আর আমার ছোট ভাই চা পান-এর উদেশ্যে বাজারে গেলাম। ফেরার পথে হঠাৎ খেয়াল পরল, আমাদের পৌরসভা অফিসের বাতিটা এখনও নেভেনি। একটু কৌতুহল জাগল, এগিয়ে গেলাম...... ।
মেয়র চাচা বসে বসে টিভিতে সংবাদ দেখছে। জানতে চাইলাম, চাচা এমন কি ঘটেছে এখনও এখানে বসে। অনেক আক্ষেপ নিয়েই জবাব দিল, বাবারে তোমার চাচী আর বোন বসে সারাদিন স্টার জলসা দেখে। টিভির রিমোট হাতে পাওয়া দূরের কথা, তাদের কাছ থেকে আমার জন্য সময় বের করাই দায়।
বেচারার কষ্ঠ দেখে মনে পরল, আমার এক খালাতো বোন এসেছে আমাদের বাসায় থেকে লেখা-পড়া করার জন্য, বয়স বেশি না সবে ১০ কিংবা ১১।
দিনভর তাকে আমি টিভির সামনেই দেখি স্টার জলসা নিয়ে মগ্ন। আর তার যন্ত্রনাই আমরা তিন ভাই টিভি দেখাই ছেড়ে দিয়েছি। এইটুকুন মেয়ে যে ভাব নিয়ে টিভি দেখে, মনে হয় সবই বুঝা। অথচ এমন কিছু বিষয়ও সে যব্দ করছে, যা জানা বা বুঝার বয়স তার এখনও হয়নি।
মা ও কিছু বলেন না, কারণ স্টার জলসা মায়ের ও প্রিয় টিভি চ্যানেল।
দিনভর বৌ শাশুরির যুদ্ধ দেখে আর সন্ধ্যা পাশের বাসার সব খালামনিদের নিয়ে আড্ডা। আজকের কোন নটকের পর্বটা ভাল হয়নি, কার-টা বেশি হয়ে গিয়েছে আরও কত কি................
সব মিলিয়ে ভাই মানসিক অত্যাচারে আছি । যা অনুভব করিছ, বিয়ে করাও ঠিক হবে না, পরে যদি দেখা যায় বৌটা ও স্টার জলসার পাগল শুরু হবে তারা বৌ-শাশুরির রাজনীতি, মাঝ থেকে আমি বেচারার বেহাল দশা।
তাই দেশ ও জনস্বার্থে স্টার জলসা (টিভি চ্যানেল) বন্ধ করা দরকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।