আমাদের কথা খুঁজে নিন

   

আর মানচিত্র না এবার তোদের গদি খাবো!

দুরনিতির অভিযোগের বিরুদ্ধে ওরা সব এক সাথে হালুম বলে উঠে কিন্তু দুরনিতির বিরুদ্ধে ওদের মিউ মিউ করতেও দেখা যায়না আর করলেও তা আনুষ্ঠানিকতা মাত্র তার উপর আমল স্বপ্নেও করা হয়না। দুর্নীতি টাকে ওরা নিরবে সরবে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে আর এই সব গুলো হল তার কারিগর বা এই শিল্পের শিল্পী। যা ওরা বেতন পায় তা মসজিদ মাদ্রাসায় দান করে দেয় বাম হাত দিয়ে আর উপরি দিয়ে রাজার হালতে থাকে। এই দেশে ব্যাবসা কেন্দ্রিক যত দুর্নীতি, ঘু্‌ষ, অনিয়ম ও সন্ত্রাস হয় তার সাথে ওদের পরক্ষ প্রতক্ষ সম্পর্ক আছেই। এরাই আমাদের মাননীয় মন্ত্রী ও এমপি মহোদয়গন। এদের আমরাই নির্বাচিত করে অপকর্ম করতে উৎসাহিত করি। আজ ওরা যা স্বজনপ্রীতি, অবৈধ অনৈতিক সুযোগ সুবিধা, ঘুষ,দুর্নীতি ও সন্ত্রাসের সাথে পরক্ষ প্রতক্ষ ভাবে জড়িত তার একটি মূল হিস্যার অধিকারি আমরাই। আমরা যেদিন ওদের পুজা বন্দনা ত্যাগ করতে পারবো সেদিন এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এখন বলতে হবেঃ চাকুরি দে! নিরাপত্তা দে! নইলে তোদের পদ পদবি খাবো! দেশ মানচিত্র খেতে খতে তো এই আমাদের দশা, এখন ওদের খেয়ে দেশ ও আমরা নিজেরা বাচি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।