আমাদের কথা খুঁজে নিন

   

দুই বন্ধুঃ হরতাল ও গণতন্ত্র

আমি আলোকিত সমাজের একজন সদস্য হতে চাই গণতন্ত্র ও হরতালের ফের দেখা…… গনতন্ত্রঃ হরতাল ভাই,কি খবর? হরতালঃএইতো সুনসান চলছে। তবে মনটা ভীষণ খারাপ। গনতন্ত্রঃ কেন? হরতালঃআসলে সুশীল সমাজ আমার আর আপনার মধ্যেকার সম্পর্কের ব্যপারে এখনো গাফেল,ওরা চাই না যে আমি আপনার সাথে দেখা করি, তাদের মাঝে আপনার প্রতিনিধিত্ব করি। গণতন্ত্রঃ ও এই ব্যপার,দুঃখ করো না। আসলে তুমি ঠিকই বলেছ সুশীল সমাজ এখনো আমাদের মধ্যেকার সম্পর্কটা বুঝে উঠতে পারে নি।

আর তারা জানে না যে,একই উৎসমূল তথা “বাতিল” নামক জগত থেকে আমাদের উভয়েরই জন্ম। যাই হোক,তারা তোমাকে আর কি বলছে? হরতালঃ তারা যা বলে তা শুনলে আপনিও অবাক হবেন। তারা বলে,আমরা গণতন্ত্রপ্রেমী বা গণতন্ত্রে বিশ্বাসী, আবার একই সাথে বলে,আমরা হরতাল চাই না,আমরা হরতালে বিশ্বাসী না। সত্যি বলতে কি তাদের কথাগুলো শুনে আমি হাসব না কাঁদব কোনোটিই বুঝে উঠতে পারি না। গণতন্ত্রঃ হেসে বলল,তুমি নিশ্চিন্তে থাক।

আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য,আর তুমিই তো আমার প্রতিবাদের সরব ভাষা,তুমি তো মৌনমিছিল কিংবা মানববন্ধন নও। আমি মালা,তুমি আমার মুক্তা। মনে রেখো,আমরা বন্ধু ছিলাম,পাশে আছি,পাশে থাকব। কাজেই,তোমাকে যে ভালবাসলো না,সে আমাকে অপমান করলো। কাজেই যে তোমাকে অপমান করে,তার ঐ সব লোক দেখানো মেকি ভালবাসার কোন প্রয়োজন আমার নেই বরং তাদের চেয়ে মৌলবাদী মুসলিমরাই আমার কাছে অধিক পছন্দনীয়।

কেননা,তারা তোমাকেও ভালবাসে না,আবার আমাকেও পছন্দ করে না। হরতালঃ আচ্ছা ভাই,মৌলবাদী মুসলিম কি? সুশীল সমাজে তো এই কথা গুলো প্রায়ই শোনা যায়। গণতন্ত্রঃআসলে মুসলিম বলতে তাদেরকে বুঝায়,যারা কুরআন ও সুন্নাহকে ঠিক সেইভাবে বুঝে ও মেনে চলে যেভাবে সাহাবীরা অর্থাৎ আবু বকর,উমার,উসমান,আলীসহ অন্যান্যরা বুঝেছিল ও মেনে চলেছিল। আর মুসলিমের আগে মৌলবাদ শব্দটি তখনই যুক্ত হয় যখন সে ইসলামের মৌলিক নীতিমালাগুলো অন্তরে ধারণ করে এবং সেই রঙ দিয়ে নিজেসহ গোটা সমাজকেই রাঙাতে চায়। আর আফসোস ,হে হরতাল! তুমি হচ্ছ আমার রঙ,যদি সুশীল সমাজ একথা বুঝত।

হরতালঃ দারুন বলেছেন! এখন একটা বিষয় আমার কাছে পরিষ্কার যে, এই সুশীল সমাজের লোকেরা না মৌলবাদি মুসলিম,আর না তারা আপনার মৌলিক নীতিমালাগুলোকে মেনে চলে। আসলে কি চায় তারা? আর সাধারণ মানুষকে তারা কোন পথের পথিক বানাতে চায়? বিশেষ দ্রষ্টব্যঃ গল্পটি শিক্ষনীয়,কেননা এতে বুদ্ধিমান ও বিবেকবান তথা চিন্তাশীলদের জন্য চিন্তার বিশেষ উপকরণ রয়েছে। আর এতে ঐ ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যে আল্লাহকে ভয় করে এবং ঐ দিনকে ভয় করে যেদিন আল্লাহ পাক সকল মানুষকে জমায়েত(REUNION) করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।