আমাদের কথা খুঁজে নিন

   

ডা. নিতাই হত্যাকাণ্ডের বিচার শুরু

সোমবার ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাফরুল হাসান আগামী ১৪ অগাস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ঠিক করেছেন।
২০১২ সালের ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদের সদস্য আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাও ছিলেন।
পুলিশ গত ১১ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়, তাদের সবাইকে আদালত অভিযুক্ত করেছে।
অভিযোগ গঠনের সময় ১০ আসামির সবাই আদালতে ছিলেন।


তারা হলেন- ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ,  মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু,  মাসুম ওরফে প্যাদা মাসুম, রফিকুল ইসলাম, সাঈদ ব্যাপারী, বকুল মিয়া, মো. সাইদ মিজি, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম, সাইদুল ও ফয়সাল।
কাঠগড়ায় দাঁড়ানো ১০ জনই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান অভিযোগপত্রে বলেছেন, চুরি করতে গিয়ে তারা হত্যা করেন ডা. নিতাইকে।
মিন্টু,  রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ, ফয়সাল এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এই মামলায় অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর নাম রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।