যে কথা বলা হয়নি............. হয়তো কোন ভয়ে, অস্বস্তিতে, কোন বিধিনিষেধের বেড়াজালে। তেমন কিছু কথাই বলতে এসেছি। আমি অবশ্যই ভিকারুন্নিসার সংঘটিত বর্বর শিক্ষক নামের কলংক পরিমল -এর যথাযথ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে কেউ কোন মহিলাদের দিকে কুনজরে তাকাতে ভয় পায়।
তবে কোন লেখকের সাম্প্রদায়িক মনোভাব অবশ্যই পরিত্যেজ্য বলে মনে করি।
দেখুন দেশটা যেমন মুসলমান ভাইদের তেমন আমার মত সংখ্যালঘুদের জন্যও। আপনি একটা ভালো পদে চাকরী করার দাবী করতেই পারেন। তেমনি আমিও যদি আমার যোগ্যতা থাকে কেন সরকারী বেসরকারী ভালো চাকুরী করার চাকুরী পাওয়ার দাবী করবোনা। আমি ও পড়ালেখা করেছি, যোগ্যতা থাকলে আমারও অধিকার আছে। ভালো কিছু পাবার।
তাই বলে দুচার জন সংখ্যালঘু ভালো পদে কাজ পেলেই তাতে দিল্লীকে টানতে হবে কেন। এই অসুস্থ মানসিকতা অবশ্যই সকল ব্লগার ভাইরা পরিহার করবেন এই আশা করছি। হয়তো এখন আমার এই মন্তব্যর উপর অনেকেই তীব্র আক্রমন করবেন কিন্তু তাতে আমার কথাটা মিথ্যা হয়ে যাবেনা। এখন ২০১১ সালে এসেও প্রযুক্তিগত সকল সুবিধাদি উপভোগ করেও কেউ কেউ উদার হতে শিখলেন না। শুধুমাত্র সংখ্যালঘুরা একটি ভালো চাকরী পেলো বলে কোন কোন মুসলিম ভাইদের এতে গা জ্বালা করে কেন।
এদেশে আমিও জন্ম নিয়েছি। দেশটা আমারও। কেউ কেউ যেভাবে মাননীয় বিচারকদের কটাক্ষ করলেন তাও আইনী বিচারে সঠিক নয়। হিন্দুরা একটা চাকুরী পেলেই তাতে গেল গেল রব তুলতে হবে কেন? যেসকল সচিব বিচারক সরকারী বেসরকারী কর্মকর্তা উচ্চপদে আসীন তারা যোগ্যতার যথাযথ পরীক্ষা দিয়েই এই পর্যন্ত এসেছে। কার ও দয়ায় বা অনুগ্রহে নয়।
একথাটাও মনে রাখা জরুরী। শুধুমাত্র সংখ্যালঘু বিরোধীতা করার জন্য নগ্ন ভালো খারাপ নির্বিচারে বিরোধীতা কোন সুস্থ সমাজে কাম্য হতে পারেনা। সকলে শুভবৃদ্ধির উদয় হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।