আমাদের কথা খুঁজে নিন

   

IS THERE ANY POWER IN LOVE?

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... শরৎচন্দ্র বলেছেন, একটা মেয়ে যেভাবে একটা পুরুষকে নিচে নামাতে পারে, তারা ইচ্ছা করলে তো সেভাবে একটা পুরুষকে উপরে তুলতেও পারে। । এ কথাটা একটু বিশ্লেষন করলে বোঝা যায় যে, মেয়ের ভালোবাসার শক্তিটা শুধু নিচে টানার জন্য, মানে ধ্বংসাত্তক। এ ভালোবাসার শক্তিটা যে উপরে ওঠার কাজে ব্যবহার করা যায় অর্থাৎ নির্মান কাজে ব্যবহার করা যায় তা মেয়েরা জানেনা। এ না জানার পিছনের কারন হলো শিক্ষা।

মেয়েদের শিক্ষা এক কথায়। এখন অনেকেই বলতে পারেন ভালোবাসার আসলে কোন শক্তিই নেই। উপরে তোলা বা নিচে নামানো সেটা পরের কথা। আসলে কি ভালোবাসার শক্তি নেই? একটা পুরাতন শ্লোক বলে, সেই জানে ভালোবাসার কত শক্তি যে ভালোবাসার তীরে বিদ্ধ। তার মানে ভালোবাসলেই ভালোবাসার শক্তি আছে না ভালোবাসলে ভালোবাসার কোন শক্তি নেই।

আমি আমার এক বড় ভাই কে জিজ্ঞেস করেছিলাম, ভাই, আপনি যে বলেন, ভালোবাসি, এর অর্থ কি? সে আমায় বলেছিলো, তুমি যখন কাওকে ভালোবাসবে আর সেটা অনুধাবন করতে পারবে তখন তুমি বুঝতে পারবে তুমি কত শক্তিশালী। সারা পৃথিবী এক দিকে আর অন্যদিকে তুমি আর সে মাত্ত দুজন তারপরও তুমি সংগ্রাম করার শক্তি পাবে। তখন আমার বয়স কম। আমি তখনও ভালোবাসার তীরে বিদ্ধ নয় তাই তখন তার কথার গুরুত্ব বুঝতে পারিনি। আজ পারি।

তার মানে ভালোবাসার শক্তি আছে। এই শক্তিটা ছেলে বা মেয়ে বেদে কি ভিন্ন হয়? এখানে লিঙ্গভেদ আছে কিনা। আমি জানিনা। আমার মনে হয় নাই। এ সর্ম্পকে একটা গল্প মনে পড়ছে আমার।

এই গল্পটা এখানে খুব বেশি প্রাসংঙ্গিক। তাই উল্লেখ করছি। এখানে অনেকেই বলতে পারে তোমার একটা বিষয় সর্ম্পকে পূর্নাঙ্গ ধারনা না থাকা সত্বেও কেন তুমি লিখছো। তাদের জন্য বলছি, লেখকের কাজ সমাধান দেয়া নয়, প্রশ্ন জাগিয়ে তোলা। আমার মা একদিন আমাকে বলতেছিলো, আজকাল দিনকাল খারাপ মেয়েদের নিয়ে বড় ভয় হয়।

কার না কার সাথে প্রেম করে বসে। সমাজে মুখ দেখানো দায়। তখন আমি বললাম যখন আমি প্রেম করে কোন মেয়েকে তোমার কাছে নিয়ে আনি তখন তুমি সে মেয়েকে চুমু দিয়ে বুকে টেনে নাও। আমি ছেলে আমার এ ভুল কে তুমি প্রশ্রয় দেয়। কিন্তু একাজটাই যদি তোমার মেয়ে করে তখন লজ্জায় মুখ দেখাতে চাওনা।

তোমার কি মনে হয়না এখানে অবিচার হচ্ছে। আমার মা খুব বেশি শিক্ষিত নয়। তাকে আমি সহজেই তর্কে হারাতে পারি। কিন্তু তাকে হারালেই যদি এ অবিচার শেষ হয়ে যেতো সেদিন আমি তাকে তর্কে হারাতাম। আমি জানি তা হবেনা।

আমি জানি আমাকে প্রস্তুত হতে হবে বড় কোন সংগ্রামের, আমাদের আবার বলতে হবে, মোরা একটি ফুলকে বাচাঁবো বলে যুদ্ধ করি। আমি আমার মাকে বলি আমার বোনরা যাকে খুশি তাকে ভালোবাসুক এ নিয়ে তুমি অভিযোগ করোনা। তুমি শুধু দেখো তাদের ভালোবাসার শক্তিটা কোন দিকে কাজ করছে। উপরের দিকে না নিচের দিকে। যদি নিচের দিকে হয় তবে তাদের সাথে কথা বলে বোঝাতে হবে তোমরা এই এই অপশনে কে কাজ করলে মনে হয় তোমাদের ভালো হবে।

তারপরও তোমরা ভাবো। দেখো আরো কোন ভালো পথ আছে কিনা। আর যাদের ভালোবাসা শক্তি উপরের দিকে কাজ করছে তাদের উৎসাহ দাও। হ্যা, তোমরা ঠিক পথে আছো। তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পিছে আছি।

তোমরাই সৃষ্টি করবে মহৎ কিছু। আর সে ফুল কে বাচাঁতে দরকার হলে আমরা আবার অস্ত্ত ধরবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।