মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
সনির হাইরেঞ্জ স্মার্টফোন এক্সপেরিয়া জেড সিরিজের আরেকটি ফোন এই এক্সপেরিয়া জেডআর। এক্সপেরিয়া জেড এর মত এটিও সম্পূর্ণ পানি, ধূলাবালি এবং স্ক্র্যাচ প্রতিরোধক।
স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.১ জেলিবিনে চলে।
১৩৮গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৫ মিলিমিটার। এতে আছে দ্বিতীয় প্রজন্মের সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন ফিচার সহ ৪.৫৫ ইঞ্চি এইচডি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা, কালো গোলাপি এবং মিন্ট রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ২জিবি র্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি ।
সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, এইচডিআর, সুইপ প্যানারমা ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১৩.১মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
এক্সপেরিয়া জেডআর এ আছে ২৩০০এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১০*ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে।
ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। থাকছে ব্লুটুথ এবং ইউএসবি কানেক্টিভিটি। এছাড়া জিপিএস এবং এফএম রেডিও তো আছেই।
এত ফিচার সহ সনি এক্সপেরিয়া জেডআর এর দাম পড়বে ৪১,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।
ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।