আমাদের কথা খুঁজে নিন

   

আমার মরন হলে সমাধীতে ফুল দিতে যেওনা

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমার মরন হলে সমাধীতে ফুল দিতে যেওনা কখনো ভুল করে দু-চোখের জল তুমি ফেলনা আমি ভীষন কষ্ট পাবো আমার আত্না শান্তি পাবেনা।। পারো যদি মুছে দিও আমার সব স্মৃতি ভুলে যেও এই আমি ছিলাম তোমার সাথী। ফেলে আসা ভালবাসা ডেকোনা তারে পিছু যা হবার হয়ে গেছে রেখোনা মনে কিছু ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।