আমাদের কথা খুঁজে নিন

   

আমার ডান অলিন্দে ঈশ্বর আর বাম অলিন্দে লুসিফার

স্বপ্ন আছে তাই বেচে আছি *** ১*** ঘন কুয়াশার দেয়াল টপকে আমাদের ব্যালকানিতে সূর্যটা উঁকি দিলে, র্নিঘুম রাতে জমে উঠা শিশিরটুকু মুছে দিয়ে এসো, ঝরে পড়া পাতাদের হিসাব ভুলে আরেকবার কবিতা বুনি। বিবাগী কৃষক যখন মাঠের ডাক ভুলে খেজুরে রস খোঁজে, তখনও ঘুমন্ত মহাজনের উঠানে অবহেলায় পড়ে থাকা খড়কুটুতে থাকে টুনা টুনি'র ঘর বাধাঁর স্বপ্ন । অবিশ্বাসের চোখ ফাঁকি দিয়ে পূর্ব সীমান্ত ধরে আবার হোক স্বপ্নদের বৈধ-অবৈধ অনুপ্রবেশ। ***২*** বেঁচে থাকার ক্লান্তি নিয়ে শহরের শেষ জোনাকিটাও যখন হারিয়ে যায় ঘুমের দেশে, আমাকে তখন তোর বিবাদী হয়ে দাড়াতে হয় রাতের কাঠগড়ায়। নিস্তব্দতা আর রুপালী ধোঁয়ার তর্ক যুদ্ধে ক্লান্ত হলে, আমি তাকিয়ে থাকি খোলা জানালায় এই বুঝি কেউ এঁকে দিলো মুক্তির রঙ বৈদ্যুতিক তার আর ইট পাথরে বন্দী ক্যানভাসটায়।

***৩*** নয়টা পাঁচটার রুটিন শেষে যখন আড্ডার চায়ের কাপে নিজেকে খুঁজে পাই। তখন বিষন্ন সন্ধ্যা আসে। জানিয়ে যায় আমার কাছে রাত্রির অনেক পাওনা। আমি তখন পালিয়ে যাই অন্য ভুবনে, এখানে রাত্রি করছে আমার দেউলিয়াত্বের ঘোষণা। ***৪*** তোমাদের রঙে রাঙ্গাতে গিয়ে আজকাল নিজেকে বড় অচেনা লাগে নিজেকে,নিজের ছায়াকে এমনকি নিজের নিঃশ্বাসটাও অচেনা লাগে গভীর খাদ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস ***৫*** শুদ্ধতার নামে শহর জুড়ে বৃষ্টি নামুক জঞ্জাল গুলো বয়ে যাক শহরের শেষ প্রান্তে আমি সেখানে উর্বরতার নামে বসন্ত নামাবো যৌনদাসীরা পুষ্ট স্তনে নেচে উঠুক লালায়িত পুরুষেরাও আসুক কামনা নিয়ে আমি এখানে উর্বরতার নামে বসন্ত নামাবো সূর্য ঘুমিয়ে গেলে যে শহর থাকে না চাঁদের অপেক্ষায় নিয়ন আলোয় ডুবে সে শহরে জোছনা রয় উপক্ষায়।

যেখানে প্রগতির ধোয়া তুলে আলোমুখি সাপ অলিতে গলিতে স্বপ্ন খুঁজে খায় সেখানে নিষিদ্ধ হোক সব স্বপ্নবাজের দরবার আমার ডান অলিন্দে ঈশ্বর আর বাম অলিন্দে লুসিফার। ***৬*** একটা কবিতা লেখার খুব ইচ্ছা জাগে শব্দে শব্দে আমাদের হাজার রাত্রি বন্দি করার ইচ্ছা জাগে স্মৃতির পুকুরে ডুব দিয়ে তোমার ঠোঁট ছুয়ে তোমার চোখে চোখ রেখে শব্দে শব্দে তোমাকে সাজাবার খুব ইচ্ছা জাগে তুমি ভবঘুরে মেঘ দলের সাথী হলে বিষাদী নীল আকাশটাকে কবিতায় বদলে দেবার ইচ্ছা জাগে স্রষ্টার মতো মহকাল সাক্ষী রেখে একটা কবিতা সৃষ্টির খুব ইচ্ছা জাগে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।