আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমালোচনা-২

কেউ আমাকে বোকা বলে কেউ বা বলে বেয়াকুব কেউ বা আবার আলতো করে বলে আমি চালাক খুব। কেউ আমাকে ইর্ষা করে ছেচড়া বলে গালি দেয় কেউ বা আবার পাগল বলে হাসতে হাসতে চলে যায়। কেউ আমাকে ফাজিল বলে মাথার উপর চড় মারে কেউ বা আবার মিষ্টি করে দুষ্ট বলে মনকাড়ে। পোংটা বলে, চিমকা বলে, সরল বলে কতকজন আমিযে কে, কিই বা চাওয়া, জানে শুধু আমার মন। সত্য আমি, মুক্ত আমি, দৃঢ় আমার মনোবল চাইনা আমি আমার মাঝে জেকে বসুক খারাপ ছল। এই জীবনের লীলা খেলা থাকবে নাকো আজীবন আর কত কাল থাকবো মেতে এই খেলাতে বলরে মন। যারা আমায় ভালবাসে, তারাই তো ভাই খারাপ কয় আমার খারাপ যে না বুঝে সে তো আমার বন্ধু নয়। আমি পাপী, চরম পাপী, পাপটা আমার অহংকার পাপের বোঝা মাথায় নিয়েই কাটছে জীবন চমৎকার। মন্দ গালি মন্দ হয়েই থাকবে ধরায় অবিকল থাকবো না তো আমিরে ভাই তাকবে আমার কর্মফল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।