আমাদের কথা খুঁজে নিন

   

আজ একডজন কাঁচের চুড়ি কিনেছি

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে... আজ একডজন কাঁচের চুড়ি কিনেছি পড়ে বসে থাকব। ডানহাতে পড়বো যেন রিনিঝিনি শব্দটা বেশি হয়- না হলে মনে পড়বে না; কোন একসময় পুরুষবাদী সমাজের পুরুষ ছিলাম। বাঙালী মুসলমান ঘরে জন্মেছিলাম। সুতীব্র চিৎকারে বলতে ইচ্ছা হয় আমি মৌলবাদী কিন্তু পারি না। এজন্যই একডজন কাঁচের চুড়ি কিনেছি। ডানহাতে পড়বো যেন রিনঝিন শব্দটা বেশি হয়...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।