আমাদের কথা খুঁজে নিন

   

বীর বাঙ্গালি জোরসে বলে-- খালেদা-হাসিনা আর তাদের চামচাদের দুই গালে থুথু ছিটাও দলে দলে।

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি খালেদা-হাসিনা আর তাদের চামচাদের দুই গালে থুথু ছিটাও দলে দলে। তাই বলে কিন্তু দামড়া গরু এরশাদ আর রাজাকার-মৌলবাদীদের সাথে হাত মিলিও না তলে তলে। ২০০১ সালে ভোটই দিইনি শয়তানদের কাউকে। কিন্তু গত নির্বাচনে ভোট দিতে গিয়েছিলাম চরম বিরক্ত হয়ে দেশের অরাজক পরিস্থিতি থেকে মুক্ত হতে। অপেক্ষাকৃত কম খারাপ তত্বের ভিত্তিতে ভোট দিয়েছিলাম একটি জোটকে।

এবার যে অবস্থা দাড়িয়েছে। সবচেয়ে বেশী খারাপ কে এই নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু কম খারাপ শব্দটি বলে চণ্ডালগুলোকে খাটো করা যাবে না। বিষয়টি অনেকটা এরকম- একবার এক ব্যক্তি ঠিক করল সে বহুজাতিক কোন কোম্পানীর তৈরি জিনিস কিনবে না। তো সে বাজারে গেল একটি সাবান কিনতে। যতই ব্রান্ড চেঞ্জ করুক না কেন সে দেখে সবই লিভার ব্রাদার্স এর তৈরি।

আমাদেরও একই অবস্থা। সময় এসেছে জনগণের রাজনৈতিক শক্তির সংগঠিত রূপ প্রকাশের। জনগণের সচেতনতা এবং তা অবশ্যই সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমাদের মুক্তি দিতে পারে এই দমবদ্ধ পরিবেশ থেকে। শুধু ব্লগ লিখে বা চায়ের দোকানে তর্ক করে নয় মিশরের মত আমাদেরকেও জাগতে হবে শুয়োরগুলোর থাবা থেকে দেশকে রক্ষা করতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।