দাম দিয়া কিনেছি বাংলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণের অবশ্যই নিন্দা জানাই। তারা একটি রাষ্ট্রীয় সংস্থা। জনসাধারণের স্বাভাবিক চলাচলের পরিবেশ বজায় রাখা ও জান মালের নিরাপত্তা বিধানের স্বার্থে হরতাল চলাকালীন তারা রাস্তায় মোতায়েন থাকবে, দায়িত্ব পালন করবে। ফারুক মিয়া আজ বাড়ী থেকে অপয়া কারো মুখ দেখে বের হয়েছিলেন হয়তোবা, না হলে পরীক্ষা দিতে এসে এতো ঝুট ঝামেলায় পড়বেন কেন? পাঠক হয়তো ভাবছেন পরীক্ষা কোথা থেকে এলো, অসৎ উপায় অবলম্বনে ভাল রেজাল্ট করার মতো হরতালের দিন রাজপথে পুলিশের সাথে বাহাদুরি দেখিয়ে ভাংচুরে উস্কানি দিয়ে গলাবাজি করে ম্যাডামের দৃষ্টি কাড়ার পরীক্ষা। তবে অপয়ার মুখ সামনে পড়লে সেদিন আর ত্যাঁদড় অফিসার রেহায় দেয়না, ফারুক মিয়া দুঃস্বপ্নেও দেখেনা কপালে তাই ঘটে। বিরোধী দলের চীফ হুইপ সাব একটু শরম করেন, যার সন্তানদের বাচানোর জন্য রক্ত পন করছেন, যাকে ক্ষমতায় আনতে হরতাল করছেন, তারেক কোকোর ভবিষ্যৎ গড়তে আপন প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছেন তার হৃদয় পাষাণে গড়া। আপনার চেয়ে উৎকৃষ্ট আমু রাজ্জাক তোফায়েলের পরিনতি দেখে শিক্ষা নেন। ধরা কে সরা জ্ঞান করবেন না, রক্ত দেশের জন্য দিন দেশকে ধ্বংস করতে নয়। আপনার মত একজন জয়নাল আবেদিন ফারুক তৈরি করতে দেশমাতাকে অনেক বেদনা সইতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।