চট্টগ্রামে একটি একে-৪৭ রাইফেলসহ মোট পাঁচটি অস্ত্র এবং ৩০ রাউন্ড গুলিসহ ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার পিস্তল, একটি ওয়ানশুটার রাইফেল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বায়েজীদ থানা এলাকা এবং ব্রাক্ষণবাড়িয়ার সিঙ্গার বিল এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি অস্ত্র এবং ৩০ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো সরোয়ার ওরফে বাবলা, নুরন্নবী ওরফে ম্যাক্সন ও মানিক ওরফে গিট্টু মানিক।
পুলিশ কর্মকর্তা মান্নান বলেন, এরা প্রত্যেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি।
আলোচিত 'এইট মার্ডার' মামলার আসামি শিবিরকর্মী সাজ্জাদের সহযোগীও তারা।
ব্রাক্ষণবাড়িয়ার সিঙ্গার বিল এলাকা থেকে নুরন্নবীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বায়েজীদ থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার ও মানিককে গ্রেপ্তার করা হয় বলে মান্নান জানান।
বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার পিস্তল, একটি ওয়ানশুটার রাইফেল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
একে- ৪৭ রাইফেলের দুটি ম্যাগজিন ও ২৭ রাউন্ড গুলি এবং বিদেশি পিস্তলের একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও বেলায়েত জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।