যারা ইংলিস থেকে বাংলায় বা বাংলা থেকে ইংলিসে রুপান্তর করতে চান তাদের জন্য রয়েছে Google এর translate মেনু । এখানে রয়েছে হিন্দী, এরাবিক, ডাচ, ইটালিক, গ্রীক, তামিল, চাইনিজ, আফ্রিকান সহ প্রায় ৬৩ টি ভাষায় translate করার সুযোগ । এজন্য আপনাকে প্রথমে google.com এর ওপরের মেনু থেকে more এ ক্লিক করে সেখান থেকে translate সিলেক্ট করতে হবে । তারপর যে ভাষা থেকে যে ভাষায় translate করবেন তা সিলেক্ট করুন । মজার ব্যপার হচ্ছে এখানে রয়েছে voice command. যা ব্যবহার করে শুধু কথা বলে ইনপুট দিতে পারবেন । এবং তা translate করতে পারবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।