জয়নাল হাজারীর সেই গর্জন আজ মিউ মিউ এ পরিণত হয়েছে কিন্তু শূন্যস্তান তো পুরন হবেই। সেই জায়গা কে নিয়েছে তা যদি প্রধানমন্ত্রীকে কেউ জিজ্ঞাসা করে তো প্রধানমন্ত্রী মাথা চুলকে বলবেন এখন সময় কনকওফিলিপ এর, আমি জানবো কি করে যাও গুগল সার্চ দাও। আমাদের অবস্য সার্চ দিতে হবেনা, নিউজ পেপারে সেই বীর বাহাদুরের নাম দেখতে দেখতে আমরা ক্লান্ত। গত কালও এক স্কুল শিক্ষক কে শিক্ষা দিয়ে অনুগত বাহিনি অর্থাৎ মুহতারাম পুলিশের হাতে দিয়ে নিজ পবিত্র দায়িত্ত পালন করলেন কক্স'স বাজারের আব্দুর রাহমান বদি এমপি। এই পিটাপিটি মনে হয় জনাবের জিনেটিক্যাল প্রব্লেম। তো এই প্রব্লেম সারানোর মহান দায়িত্ত কার উপর বর্তায় আমরা জানতে পারবো কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।