মেহেদী হাসান রণবীর কাপুরকে দেলহি বেল্লি ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান। জানেন হয়তো, নিজেদের দুটি ছবি নিয়ে এই দুই তারকার মধ্যে চলছে ঠান্ডা লড়াই। তো ওই ঠান্ডা লড়াইটাকে চাদরের নিচে লুকিয়ে রেখে রণবীর হাজির যশরাজ স্টুডিওতে। আর সেখানে পা রাখতে না রাখতেই তাঁর চক্ষু চড়কগাছ! সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং দীপিকা পাড়ুকোন! তবে পরক্ষণেই সামলে উঠেছিলেন রণবীর, বেশ হেসে হেসেই কথা বলেছেন সাবেক প্রেমিকার সঙ্গে। এদিকে দীপিকার ধাক্কা সামলে উঠতে না উঠতেই রণবীরের আরেক মূর্তি খেয়াল করলেন আশপাশের দর্শক। কেউ কেউ বলছেন, ছবি শেষে যখন হলের আলো জ্বলে উঠেছিল, তখন নাকি রণবীরের মুখ ছিল পাংশুটে! মানে ইমরানের ছবি দেলহি বেল্লির প্রশংসা তাঁর মনে ঢুকিয়ে দিয়েছে সমূহ আশঙ্কা—আমার নতুন ছবি চিলার পার্টির বরাতে জুটবে তো এমন প্রশংসা! ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।