আমাদের কথা খুঁজে নিন

   

পরিষ্কার-পরিচ্ছন্নতা

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কি পাঠক রেগে গেলেন নাকি? এই পুরাতন কথা কেন বললাম? সত্যি বলছি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে রাজনৈতিক সার্থ হাসিল করা আমার উদ্দেশ্য নয়। আমার মাথা ব্যথা হলো পরিষ্কার থাকা বা করা নিয়ে। হবেই না কেন বলেন।

আমি যে ঢা বি রোভার স্কাউটের একজন সক্রিয় রোভার মেট। শুধু কি তাই? জাপানী শতাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর সাথে ‍"মিশন ক্লিন ঢাকা"য় অংশ গ্রহণকারী একজন গর্বিত কর্মীও বটে। কিন্তু আমার দু:খ হল ঢা বি'র শিক্ষার্থীদের নিয়ে। দু:খিত শিক্ষার্থীদের নিয়ে নয় বরং শিক্ষক তথা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে। হবে না কেন আমার হল বঙ্গবন্ধু হলের সামনে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়।

একটু গেলেই জিয়া হল ও জসীম উদ্দিন হলের ময়লার স্তুপ। উত্তর পাড়ার হলের শিক্ষার্থীরা যাওয়ার সময় নাকে রুমাল বা টিস্যু দিয়ে যেতে হয়। এখন প্রশ্ন হল একটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের পরিবেশ যদি হয় এমন তাহলে দেশের কি হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।