আর কতজনের রক্ত ঝরলে টনক নড়বে প্রশাসনের? আর কতজন আক্রান্ত হলে ব্যবস্থা নিবে সরকার? উখিয়া-টেকনাফের সরকারদলীয় এমপি বদির বর্বর আক্রমনের শিকার একজন নিরীহ হাইস্কুল প্রধান শিক্ষক এম এ মন্জুর।গতকাল ০৩/০৭/২০১১ ইং তারিখ বদীর মদদপুষ্ট স্থানীয় আওয়ামীলীগ নেতারা শামলাপুর হাইস্কুলের মাঠ দখল করতে গেলে অত্র স্কুলের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাধা দেন। সাংসদ বদি ঘটনা মীমাংসার কথা বলে প্রধান শিক্ষক এম এ মঞ্জুর ও স্থানীয় আওয়ামীলীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানীকে টেকনাফ সদরে ডেকে পাঠান। টেকনাফ সদরের একটি হোটেলের ছাদে বদির সাথে দেখা করতে গেলে কোন কিছু না বলেই প্রধান শিক্ষক এম এ মঞ্জুরকে সাংসদ বদি ও তার ক্যাডাররা এক ঘন্টা ধরে অমানুষিকভাবে মারধর করেন। এতে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানী প্রধান শিক্ষক এম এ মঞ্জুরকে বাচাঁতে গেলে তিনি ও বদির হাতে লাঞ্চিত হন। অতঃপর উল্টু মামলা দায়ের করে প্রধান শিক্ষক এম এ মঞ্জুরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। শিক্ষার জন্য স্কুলের মাঠ রক্ষা করার জন্য দখলকারীদের বাধাঁ দেওয়া কী অপরাধ???????????????? যদি এই দেশে তা অপরাধ হয় তা হলে দেশের ভবিষ্যত কি হবে জ্ঞানের আলোকবর্তিকা হাতে যারা আমাদের অন্ধকার জনপদে আলোর সন্ধান দিতে পরিশ্রম করে যাচ্ছে তারা কি এভাবে মার খেতে থাকবে অত্যাচারির হাতে?????????????????? দৈনিক যুগান্তর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।