এম এ জোবায়ের ২০শে জুন বাংলা টাইপ অনুশীলন করার জন্য The quick brown fox jumps over the lazy dog এর মত কতগুলো পংতিমালা পোষ্ট করেছিলাম । ব্লগার সাকিব নূর আশরাফ খুজে বের করেছে যে "ঔ" অক্ষরটি লেখাটিতে নেই। সাকিব নূর আশরাফকে ধন্যবাদ। পংতি গুলোর লেখক "ঔ" সহ নুতন দুটি পংতি যোগ করেছেন। রিপোষ্ট করলাম।
যারা বাংলা দ্রুত টাইপ করতে চান তাদের অনুশীলনে সাহায্য করবে।
হৃদয়ের চঞ্চলতা বন্ধে ব্রতী হলে
জীবন পরিপূর্ণ হবে নানা রঙের ফুলে।
কুঞ্ঝটিকা প্রভঞ্জন শঙ্কার কারণ
লণ্ডভণ্ড করে যায় ধরার অঙ্গন।
ক্ষিপ্ত হলে সাঙ্গ হবে বিজ্ঞজনে বলে
শান্ত হলে এ ব্রহ্মাণ্ডে বাঞ্ছিতফল মেলে।
আষাঢ়ে ঈশান কোনে হঠাৎ ঝড় উঠে
গগন মেঘেতে ঢাকে বৃষ্টি নামে মাঠে
ঊষার আকাশে নামে সন্ধ্যার ছায়া
ঐ দেখো থেমে গেছে পারাপারে খেয়া।
শরৎ ঋতুতে চাঁদ আলোয় অংশুমান
সুখ দুঃখ পাশা পাশি সহ অবস্থান।
যে জলেতে ঈশ্বর তৃষ্ণা মেটায়
সেই জলেতে জীবকুলে বিনাশ ঘটায়।
রোগ যদি দেহ ছেড়ে মনে গিয়ে ধরে
ঔষধের সাধ্য কি বা তারে সুস্থ করে ?
(পংতিমালা গুলো জনাব শ্যামল চন্দ্র দাসের লেখা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।