জীবন চলে যায়........ যখন-তখন ময়লার গাড়ি দিনে-দুপুরে জনস্রোতের মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আবর্জনাবাহী ট্রাক চলাচল করছে—এ দৃশ্য নগরীর প্রায় সর্বত্র নিত্যনৈমিত্তিক। ট্রাকের ময়লা আবর্জনার গন্ধে নগরবাসী নাকাল হলেও কর্তৃপক্ষের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নিয়মানুযায়ী নগরের সব ময়লা ভোরেই অপসারণ করার কথা; কিন্তু বাস্তবে তা ঘটছে না। নগরবাসী তাই নাকে রুমাল বা কাপড় চেপে এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। আমরা সবকিছুতেই অভ্যস্ত হয়ে পড়ছি। এখন সিটি করপোরেশনও চাচ্ছে ময়লার সাথে আমাদের অভ্যস্ত করাতে। ডিসিসির এই কর্মকাণ্ড প্রায়শই নগরবাসীর অসুবিধা বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। নগরীতে ক্রমবর্ধমান মানুষের চাপ আর এত বৃহত্ পরিমাণ ময়লা ভোরে অপসারণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে নগর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দিনের বেলাতেও গড়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।