আমাদের কথা খুঁজে নিন

   

তিন বছর বয়সেই নৈরাজ্য, আজব এক পোলা

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " যুক্তরাজ্যের লন্ডনে তিনবছরেরও কম বয়সী এক বালককে(পোলা তো নয় যেন আগুনের গোলা) ভাংচুর করার অপরাধে আটক করা হয়েছে। প্রায় তিন বছর বয়সী ওই বালক তার বাড়ির কাছের রাজপথে একটি গাড়ি ভাংচুর করলে পুলিশ তাকে আটক করে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বয়স কম হওয়ার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। জানা গেছে, পুলিশ গত ছয় মাসে চার, পাঁচ এবং ছয় বছর বয়সী বালকদেরকে পৃথক ভাংচুরের ঘটনায় আটক করেছে। এরপর জানুয়ারিতে ১০ বছর বয়সী তিন বালককের স্নোকারি ক্লাবে ডাকাতি করার ঘটনায় যুক্ত থাকায় প্রমাণ পাওয়া যায়। কিন্তু এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কর্মকর্তারা নিরাপত্তার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ কিংবা আটক করতে পারে নি। উল্লেখ্য, ১০বছরের কম বয়সীদের দ্বারা সংঘটিত কোন অপরাধের ঘটনার রেকর্ড করা হয়না। সংবাদঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।