জীবনটা খুব ছোট... তবে সময় কাটানো ঝামেলা সংযুক্ত আরব আমিরাত.... খুব সুন্দর দেশটা ....
তাই বলে কি সবাই আসতে চায় এখানে??? আসলে তা কিন্তু না... ঘুরতে বা দেখতে আসেন না আমাদের বাঙালিরা, আসে টাকার জন্যে, তাও আবার টাকা খরচ করে। সামান্য কিছু টাকা না কিন্তু.... কম হলেও ৩ লাখ টাকা দেয় নিজের পকেট থেকে। আসে কিসের জন্য বলেন তো ??? এক দিক দিয়ে বলতে গেলে এখানে দিন মজুরের কাজ অন্য দেশের লোকেরা করতে চায় না, তাই আমরা বাঙালিরা খুব সখ করে করি
আমাদের দেশের লোক যারা নিজের নামখানাও লিখতে জানেন না সেও তো টাকার হিসাব বুঝে। তো কি হিসাব করে তারা আসে এই দেশটায়???? টাকার হিসাবে তাদের বেতন ১২/১৫ হাজার মাসে এই ভেবে???? এর চেয়ে ভুল হিসাব আর কি হতে পারে???? থাকবে আরব আমিরাতে আর করবে টাকায় গননা! আহারে আমার বেআক্কেল ভাইরা... দিরহাম কামাই করতেছেন তো দিরহাম এ হিসাব করেন। টাকা জমানো আর দেশে পাঠানো দুরে থাক নিজে খায়ে বাচবেন নাকি তা ভাইবা মাথার চুল পরে যাওয়া উচিৎ... তাছাড়া আজকাল সবাই জানে যে মালিকরা বেতন ঠিক মত দেয় না।
থাকাটা হয়তো বলে ফ্রি কিন্তু খাওয়া আর নিজের চলার খরচ তো আছে নাকি???? কোন হিসাব করে আসে আজ অবধি বুঝতে পারিনি।
দুবাই দুবাই করে তো দুবাই ঠিকই আসেন তবে জীবনটা যে রাস্তার পাশের বস্তির হাতভাগা মানুষগুলোর চেয়েও খারাপ তার হিসাব কে করে??? তবে আমি বাঙালি, এই দোষে আমি হিসাব করতেছি... দোষ কেন বললাম জানেন???? এখানে সবার ধারনা বাঙালিরা cheap & extreamly idiotic labour force ছারা আর তেমন কিছুই নাহ। তাই কোন অফিসে কাজ করলে বা চাকরির জন্যে গেলে শুনতে হয় "You are from where???? hmh mhm Bangladesh "। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তবে তাদের চেহারাটা কিন্তু ঠিক এই ২টা ইমোটিকনের মতোই হয়ে যায়.... ভালো কোনো পদ এ এই দেশে খুব কম বাঙালি আছে.... এই ধরনের প্রতিক্রিয়ার দরুন কেউ বেশিদিন থাকতেও চায়না। আমিও হয়তো থাকবো না।
নিজেদের লোকের বুদ্ধির অভাবের কারনে আমিই বা কেন এই ধরনের লজ্জার ভাগিদার হবো.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।