আমাদের কথা খুঁজে নিন

   

১৪ ঘন্টা হাজতবাসের পর মুক্ত কবি অভিজিৎ দাস

প্রায় ১৪ ঘন্টা হাজতবাসের পর মুক্তি পেয়েছেন তরুন কবি অভিজিৎ দাস। রবিবার রাত ১০টার দিকে পল্টন থানা থেকে মুক্তি পান তিনি। এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান কার্যালয়ের উল্টো পাশের সড়ক থেকে গ্রেফতার হন অভিজিৎ। এ সময় পুলিশ তার কাছে জানতে চায় তিনি কেন এখানে এসেছেন।

অভিজিৎ তাদের জানান, তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালকে সমর্থন জানাতে সেখানে এসেছেন। এরপরই তাকে আটক করা হয়। পরে হরতালে আটক হওয়া অন্যান্যদের সাথে অভিজিৎকেও পল্টন থানা হাজতে রাখা হয়। অবশেষে রাত ১০টার দিকে মুক্তি পান প্রতিবাদী এই কবি। এদিকে, অভিজিৎ দাসকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ভার্চুয়ালি ব্যাপক সমালোচনার মুখে পরে সরকার।

হরতালে এই গ্রেফতার অভিযানকে সরকারের ফ্যাসিস্ট আচরণ বলে ফেইসবুকসহ বিভিন্ন ব্লগে আখ্যায়িত করা হয়েছে। এ সময় কবির মুক্তির দাবিতেও মুখর হয়ে ওঠে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এর উদাহরণ সরুপ পূর্বতর্বী দুটো পোস্টের লিংক দিচ্ছি : কবি অভিজিৎ দাসও গ্রেফতার! ফেসবুকের একটি ছবির লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।