আমাদের কথা খুঁজে নিন

   

এই রাইতে কি হুনাইলিয়ে মফিজ

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . প্রথম দেখা প্রথম ভাল লাগা কিন্তু বলা হয়নি ভালাবাসার কথাটি যখন গভীর রাত হয় তখন মনে হয় প্রেম বেশী আসে কারন তখনই মনে হয় কালকেই বলতে হবে ভালোবাসি যা হয় হোক না।কিন্তু কাছে যেয়ে যখন দেখি তাকে তখন এক ধরনের প্রচন্ড ভয় , উদাসীনতা প্রচন্ড নার্ভাসনেস এক সাথে এসে কাজ করে ।যদি প্রথম বারই সে না করে দেয়।যখন ঝুম বিষ্টি হয় তখন মনে হয় তাকে আমার প্রয়োজন তাকে বলতেই হবে ভালোবাসি এভাবেই চলল ইনর্ভাসিটির দুইটি বছর এখন এভাবেই চলছে একই সাথে পড়া একি সাথে সবার সাথে হৈহুল্লোড় কিন্তু তারপরও যে কেন হচ্ছে না তাকে বলা। আমার কম কথা বলা,কিছুটা ব্যক্তিত্য বজায় রাখার চেষ্টা নাকি অপচেষ্টা,সবাই যখন রোমান্টিক ব্যাপর নিয়ে ব্যাস্ত তখন আমার প্রেম বিদ্বেষী হয়ে উঠা,নাকি নিজেকে সবার থেকে আলাদা করা জন্য চেষ্টা।এখন খালি রবি বাবুর কবিতার দুইটি লাইন চোখে ভাসে "আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।" আমি আমার সর্বনাশ দেখে ফেলেছি কিন্তু তুমি একবার আমার কথা ভেবেছ মনের অজান্তে খুব জানতে যে ইচ্ছে করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।