আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগঃ কিউবি জাংশন ২ - দি হিস্ট্রি অফ রক অ্যান্ড রোল

I realized it doesn't really matter whether I exist or not. গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল কেবল কিউবি ইউজারদের জন্য আয়োজিত জমজমাট কিউবি জাংশন ২, যাতে বেশ নাটকীয়ভাবে সত্তরের দশক থেকে নব্বইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ব্যান্ড দলের আগমন, ডকুমেন্টারি এবং পারফরম্যান্স অনুষ্ঠিত হয়ে গেল। এখন আপাতত আর কিছু লিখছি না, কারণ লেখার মন-মানসিকতা নেই। কাজেই চলুন ছবিতে যাই। একটি কথা, পয়েন্ট-অ্যান্ড-শুট ক্যামেরা দিয়ে অনেক দূরে বসে মাত্র ৪এক্স অপটিক্যাল জুমের ফুল জুমে তোলা বেশিরভাগ ছবি। তাই কোয়ালিটি বেশি সুবিধার হয়নি।

এসব অনুষ্ঠানে গেলে ডিএসএলআর বড়ই মিস করি। ইনডোর স্টেডিয়ামের বাইরে। তখনও অনুষ্ঠান শুরু হয়নি। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সাজানো হয়েছিল পুরো ইনডোর স্টেডিয়ামই।

প্রথম পারফর্মার। তবে তাদের চিনতে পারিনি। সব আর্টিস্টরা একসঙ্গে। ব্যান্ডদল সোর্সের যাত্রা শুরুর সময় যারা সঙ্গে ছিলেন তারা বহুদিন পর একইসঙ্গে পারফর্ম করছেন। কনসার্টের বস, মাইলস! এখনও কাঁপাচ্ছে মাইলস।

আইয়ূব বাচ্চু এবং তার এলআরবি। আইয়ূব বাচ্চুর অনুরোধে দর্শকরা মোবাইল উঁচু করে ধরে ব্যতিক্রমী এক পরিবেশ সৃষ্টি করেছেন। ক্রিপ্টিক ফেইট। বাপ্পা মজুমদার এবং তার দলছুট। স্টেজের একটি ডার্ক মোমেন্ট।

পারফর্ম করছে ইয়াংগেস্ট ব্যান্ড দল নেমেসিস, আর স্টেজে উঠে আইয়ূব বাচ্চু তাদের ভিডিও করছেন। এছাড়াও ব্ল্যাক, আর্টসেল, নেমেসিস, রেনেসাঁ ইত্যাদি আরও ব্যান্ড পারফর্ম করেছেন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো অনুষ্ঠানের শেষের দিকে আইয়ূব বাচ্চু দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‌দেশের মিউজিকের ভবিষ্যত এখন নেমেসিসের হাতে। কারণ, তারাই বর্তমান প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে। তিনি সবাইকে অনুরোধ করেন বাংলা গানের অ্যালবাম পাইরেটেড ব্যবহার না করে কিনে শুনতে।

মজা লেগেছিল যখন তিনি পা নাচিয়ে বলেছেন, 'আপনারা হাজার হাজার টাকা খরচ করে শিলার জাওয়ানি দেখতে যান, দেশের মিউজিক ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্যও আপনাদেরই এগিয়ে আসতে হবে। ' সবমিলিয়ে অনুষ্ঠান সুন্দরই ছিল, কিন্তু শেষটা আরও ভালো হতে পারতো। সবগুলো ছবি একসঙ্গে দেখতে ফেসবুকের এই অ্যালবামটি দেখতে পারেন। এছাড়াও সব ছবি রয়েছে ফ্লিকআর-এর এই সেটে । ছবি অন্যত্র বিনা অনুমতিতে ব্যবহার না করার অনুরোধ রইল।

ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।